ঈদে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে অনুষ্ঠানমালায় বৈচিত্র্যময় আয়োজন রয়েছে দীপ্ত টিভিতে। এবারের ঈদে রয়েছে ২১টি নাটক ও ১৪টি সিনেমাসহ নানা আয়োজন। বর্ণাঢ্য এসব অনুষ্ঠান ঈদের ৭ দিন উপভোগ করতে পারবেন দর্শক।
ঈদের ৭ দিন সিনেমা, নাটক, গান, ও বিশেষ অনুষ্ঠানের জমজমাট আয়োজন থাকছে দর্শকদের প্রিয় টেলিভিশন দীপ্ত টিভিতে।
ঈদের দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাকিব–ববি জুটির সিনেমা ‘নোলক‘। এদিন সন্ধ্যা ৭টায় সাফা কবির ও খায়রুল বাসারের একক নাটক ‘দূরে কোথায়‘ প্রচার হবে। রাত ৮টায় দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে মোশাররফ করিম ও সামিরা খান মাহির বিশেষ নাটক ‘নেশার লাটিম‘। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ম্যাটার অব ফ্যামিলি‘। এতে অভিনয় করেছেন, মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সজল–পূজা অভিনীত ভৌতিক গল্পের সিনেমা ‘জ্বিন‘। সন্ধ্যা ৭টায় মোশাররফ করিমের ‘অন্ধকার শহর‘ ও রাত ৮টায় প্রচার হবে তৌসিফের নাটক ‘বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ‘ প্রচার হবে। রাত ১০টা ৫ মিনিটে দেখা যাবে নাটক, ‘মালেকের স্বপ্ন‘। এতে রয়েছেন, নিলয় ও বৃষ্টি।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে বাসার–মাহির নাটক ‘কিচিরমিচির‘। রাত ১০টা ৫ মিনিটে রয়েছে সাবিলা নূর ও ইয়াস রোহানের নাটক ‘মুখোমুখি অন্ধকার‘।
অপূর্ব–সাফা জুটির নাটক ‘বাকবাকুম‘ প্রচার হবে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টায়। তিশা–সাজ্জাদের ‘চুরি করেছো মনটা‘ দেখা যাবে রাত ৮টায়। আর ঈদের পঞ্চমদিন কেয়া পায়েল ও ফজলুর রহমান বাবু হাজির হবেন ‘বিজলী‘ নিয়ে।
এছাড়াও ঈদের ৭ দিন দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান‘।