শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সঙ্গে আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দর এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য।

রবিবার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল, সোনামসজিদ ও হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে এসব বন্দরে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য, শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যস্ততা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আজ (রবিবার) সকাল থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যসংশ্লিষ্ট ব্যবসায়ীসহ কাস্টমস কর্মকর্তাকর্মচারী ও বন্দরের শ্রমিকেরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় তা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যান ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছুটি শেষে কর্মব্যস্ততার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More