ঈদকে সামনে রেখে রাজধানীর প্রতিটি শোরুমে নতুন নতুন পোশাক তুলেছেন ব্যবসায়ীরা। জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় একটু বেশি।
বাহারি পোশাক সাজিয়ে অপেক্ষায় দোকানিরা। দোকান থেকে কেউ কেউ কেনাকাটা করে বের হচ্ছেন, কেউ প্রবেশ করছেন। তবে এখনও আশানুরূপ ক্রেতা সমাগম ঘটেনি দোকানিদের।
সামনের দিনগুলোতে ক্রেতা সমাগম আরো বাড়ার প্রত্যাশা করে দোকানিরা বলছেন, এলসি জটিলতার কারণে এবার পোশাকের দাম কিছুটা বেশি।
এদিকে ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি।
একই অবস্থা রাজধানীর অভিজাত শপিংমলগুলোতেও। ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। তবে সবার দাবি, এবার পোশাকের দাম অনেক বেশি।
রোজার মাঝামাঝি থেকে ঈদ বাজার পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে দাম হাতের নাগালে থাকার পাশাপাশি পোশাকের মান নিয়েও সন্তুষ্ট থাকতে চান ক্রেতারা।
অনু/দীপ্ত সংবাদ