আসন্ন পবিএ ঈদুল ফিতরের আগেই এলেঙ্গা–হাটিকমরুল–রংপুর মহাসড়কে নির্মিত একটি রেল ওভারপাস, ৭টি ওভারপাস ও দুটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলো উন্মুক্ত করেন তিনি।
তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার হিসেবে এসব উন্মুক্ত করা হলো।
সেতুমন্ত্রী আরও বলেন, রাস্তায় গাড়ির চাপ রয়েছে, তবে যানজট নেই। রাজধানীতেও যানজট নেই।
বান্দরবানে চলমান সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। আশা করি, দ্রুত সব স্বাভাবিক হবে। এতে পুরো পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি যেন অবনতি না হয় সরকার সে বিষয়ে সর্তক রয়েছে। বাইরের কারও সহযোগিতা পাচ্ছে কি না, তা তদন্ত হচ্ছে। দ্রুত কারণ জানা যাবে। নিরাপত্তা ঘাটতি ও গোয়েন্দা ব্যর্থতা আছে কি না, তা তদন্ত হচ্ছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে একইসঙ্গে মেঘনা টোল প্লাজায় ১২টি বুথে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু করা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ