ঈদযাত্রায় শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বুধবার (১৪ জুন) পাওয়া যাচ্ছে ২৪ জুনের টিকিট। তবে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ২৪ জুনের সব টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার থেকে ৯টার মধ্যে প্রায় ৪০ লাখ বার সার্ভারে প্রবেশ করেছে টিকেট প্রত্যাশীরা।
কতৃপক্ষরা বলছে, এই ৪০ লাখ বার প্রবেশের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় যে ১২ হাজার ৮০০ টিকিট রয়েছে তা প্রথম পাঁচ মিনিটেই শেষ হয়ে গেছে। শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে।
গতবারের মতো এবার ও অনলাইনে টিকিট কাটা নিয়ে কিছু অভিযোগ করেছে টিকেট প্রত্যাশীরা। কেউ কেউ বলছেন গতবার তারা যে এনআইডি দিয়ে টিকেট কেটেছিলেন, এবার সেই এনআইডি দিয়ে টিকেট কাটা যাচ্ছে না বা সেই সার্ভারে ঢুকা যাচ্ছে না বলে অভিযোগ করছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, এবার প্রথম দুই ধাপে টিকিট বিক্রি হবে। প্রথম ধাপ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের টিকিট বিক্রি হবে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ১২টা থেকে।
আগামী ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
আফ/দীপ্ত নিউজ