আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে আজ বুধবার (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হবে প্রথমদিনের (৩১ মে) ট্রেন টিকিট।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয় সচিব মো. ফাহিমুল ইসলাম।
সভা সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনে অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে‘র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বচ্চো ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, ঈদ–পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।
এসএ