প্রিয়জনদের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষ। তবে এবার মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ নেই।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭ টি বাস, ৮৬২ টি ট্রাক, ১ হাজার ৫৩১ টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশো ৭০ টি যানবাহন পার করতে ফেরিগুলোকে দুইশো টি ট্রিপ দিতে হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ২০ টি বাস, ১০৫ টি ট্রাক, ৩২৫ টি ছোট গাড়ি ও ৭২১ টি মোটরসাইকেল পারাপার করা হয়েছে।
এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী। তিনি বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০ টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।
(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০ টি ফেরি চলাচল করছে। অনেক সময় যানবাহনের অভাবে ফেরি বসে থাকছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।
আফ/দীপ্ত সংবাদ