ইসলামি সংগীতাঙ্গনে যে কজন গীতিকার গান লিখে জনপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে শাহারুল ইসলাম সুজন অন্যতম। তরুণ এই গীতিকার তিন বছর ধরে বাংলা সাহিত্য ও ইসলামি সংগীত নিয়ে কাজ করছেন।
সাড়া জাগানো বেশকিছু সংগীত লিখে তিনি পরিচিত হয়ে উঠেন। হামদ–নাত, মরমী, জাগরণী ও প্রতিবাদী লেখনীর মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন শাহারুল।
তার প্রকাশিত সংগীতগুলোর মধ্যে রয়েছে: মিছে আশা, ক্ষণিকের জীবন, প্রেরণার আলো, বাবা হারানোর বেদনা, কি হলো মোর দেশে, শোনো প্রিয় আম্মু, লাল সবুজের স্বাধীনতা, বিজয়ীর মান, আমি বাংলার সন্তান, পথশিশু, অনাথ শিশু, এই সমাজের মানুষ, রহমের বৃষ্টি, করতে হবে জয়, বিদায়ীর ডাক, খোকার ইবাদত, সবার প্রিয় মা, মা যে আমার নয়নমণি, বার্তা নিয়ে সুমহান, এসেছে রমজান, বরকতের মাস, আগে ঈদ, ঈদ মোবারক, কুরবানি অন্যতম।
এছাড়াও ঈদুল আযহাকে সামনে রেখে তার লেখা বেশকিছু সংগীত তৈরি হচ্ছে। ধারাবাহিক ভাবে সেগুলো প্রকাশ পাবে এবং শ্রোতাদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন সুজন।
এ প্রসঙ্গে গীতিকার সুজন বলেন, ‘আমার লেখা সংগীত যদি শ্রোতাদের মন জয় করতে পারে, মানুষের মাঝে দীনের ভালোবাসা সঞ্চার করতে পারে, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়; সেখানেই আমার সার্থকতা।‘
এ পর্যন্ত তার লেখা ৩১ টি গান কলরব, হ্যাভেন টিউন, টিউন হাট, ফেমাস টিউন, রিসালাহ, ডিভাইন স্টুডিওসহ কয়েকটি প্লাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে।
ইসলামি এ গীতিকার খুলনা জেলার কয়রা উপজেলার হলুদবুনিয়া গ্রামের আকবর হোসেন ও শেফালি খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।
এমি/দীপ্ত নিউজ