শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

ইসলামি অনুষ্ঠান নির্মাণে কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়া শীর্ষে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এই বছরেও ইসলামিক অনুষ্ঠান নিয়ে শীর্ষে রয়েছে কুরআনসুন্নাহ মাল্টিমিডিয়া। প্রতিবারের মতো এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইসলামিক ট্রাভেলিং শো, রিয়েলিটি শো, ইসলামিক টকশোসহ আরও নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে।

এ বছরে রয়েছে আরটিভিতে দেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত কুরআন’, মিসর থেকে নির্মিত ইসলামিক ডকুমেন্টারি ‘আরাবি কাফেলা’, প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে সরাসরি লাইভ অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’ এবং চ্যানেল টুয়েন্টি ফোরে রয়েছে ইসলামিক রিয়েলিটি শো ‘সময়ের সেরা হাফেজ’, বিকেল ৪টা ২০ মিনিট থেকে প্রচারিত হচ্ছে ও ইফতারের পূর্বে বিশেষ আলোচনা টকশো ‘শাহারু রামাদান’ ও সেহরি অনুষ্ঠান ‘আলোকিত রামাদান’। ইটিভিতে প্রচারিত হচ্ছে আরও বেশ কিছু ইসলামিক প্রোগ্রাম যেমনবিকেল পাঁচটা থেকে প্রচারিত হচ্ছে তারাবির ব্যাখ্যা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’ ও ইসলামি জীবন ঘনিষ্ঠ প্রশ্নউত্তরমূলক অনুষ্ঠান ‘আসসিয়াম’ ও ‘মোনাজাত’ অনুষ্ঠান।

আরও রয়েছে দেশ টিভিতে বিকাল থেকে আল ‘কোরআনের ছায়াতলে’, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে ‘মোনাজাত’ দোয়া অনুষ্ঠান এবং সেহরির সময় রয়েছে ‘রহমতের রজনি’। এটি প্রচারিত হয়ে আসছে তিন বছর ধরে। দীপ্ত টেলিভিশনে রয়েছে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে দীপ্ত টিভি থেকে সরাসরি। প্রতিদিন বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত এবং ইফতারের পূর্বে জর্ডান ও উজবেকিস্তানে নির্মিত ডকুমেন্টারি অনুষ্ঠান ‘ইসলামি কাফেলা’ সম্প্রচার হয়। সেহরির সময় রয়েছে ‘সুবহে সাদিক’ এবং জিটিভিতে রয়েছে বিশেষ রিয়েলিটি শো এতিমদের নিয়ে বিশেষ আয়োজন ‘কুরআনের ছোঁয়া’ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতারের পূর্বে রয়েছে ‘হৃদয়ের রমাদান’। পাশাপাশি ঠিক ইফতারে পূর্ব মুহূর্তে ‘মোনাজাত’এর বিশেষ আয়োজন এবং এসএ টিভিতে আয়োজিত হয়ে আসছে ‘আল কুরআনের আহ্বান’, প্রশ্নউত্তরমূলক অনুষ্ঠান ও ইফতারের পূর্বে ‘মোনাজাত’ অনুষ্ঠান।

এ বিষয়ে কুরআনসুন্নাহ মাল্টিমিডিয়ার কর্ণধার ও বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে তিনি সবসময় ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানগুলো তিনি সর্বোচ্চ চেষ্টা করে এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে সফলতার সঙ্গে এ অনুষ্ঠানগুলো কোরআন প্রচারপ্রসার ও প্রতিষ্ঠার কাজে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আমি আমার এ কাজগুলো একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করে আসতেছি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন কোরআনের খেদমত করে যাব। পাশাপাশি আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় দেশবাসীর কাছে সেই দোয়া কামনা করছি।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More