গাজা উপত্যকায় ত্রাণের সরবরাহ আরও বাড়ানো এবং আটক জিম্মিদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে, একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস।
কাতার ও ফ্রান্সের মধ্যস্থতায়, মঙ্গলবার দু‘পক্ষের প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী, নিজেদের হাতে আটক জিম্মিদের শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে হামাস।
বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেবে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চুক্তির শর্ত অনুযায়ী, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণসামগ্রী এবং হামাসের হাতে থাকা জিম্মিদের জন্য ওষুধের প্রথম চালানটি, বুধবার কাতারের রাজধানী দোহা থেকে মিসরের উদ্দেশে পাঠানো হবে।
আল / দীপ্ত সংবাদ