২৫
হামাসের সামরিক অভিযানে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২শ’য়। বুধবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেএএন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আহত ৩ হাজারের কাছাকাছি ইসরায়েলি। যাদের মধ্যে, পাঁচ শতাধিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি।
এর আগে ৯শ’ ইসরাইলী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
এদিকে ইসরাইলী বাহিনী হামাসের দু’হাজার ২৯৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলী হামলায় নয়শ ফিলিস্তিনী নিহত হয়েছে।
আল / দীপ্ত সংবাদ