হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আর ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৪শ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা দিতে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটি এরই মধ্যে ইসরায়েলের জলসীমায় প্রবেশ করেছে।
এদিকে, ইসরায়েলের সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা–ওআইসি।
এছাড়া ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে সোমবার হঠাৎ তেলের দাম বাড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের উৎপাদক দেশগুলো।
এসএ/দীপ্ত নিউজ