সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে যেকোনো তথ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব। মুনাফালোভী ইসরায়েলি রাজনৈতিক ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা (এসটিওআইসি) ইসরায়েল–হামাস যুদ্ধকে কেন্দ্র করে শত শত ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসেছে। মেটা সেই অ্যাকাউন্টগুলো এরমধ্যেই বন্ধ করে দিয়েছে।
বুধবার (২৯ মে) আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মেটা।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ৫১০টি ফেইক ফেসবুক অ্যাকাউন্টসহ ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। এ অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল।
মেটা জানায়, এ অ্যাকাউন্টগুলো মূলত ইসরায়েল–হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ক তথ্য প্রচার করতো। বেশিরভাগ পোস্টই ইংরেজিতে লেখা।
উল্লেখ্য, মেটা ইসরায়েলের তেলআবিবের এসটিওআইসি থেকে এ ফেইক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্ধান পাওয়ার পর সংস্থাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এসএ/দীপ্ত সংবাদ