ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০।
মঙ্গলবার (১ এপ্রিল) গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও ১৮৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও, হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলা কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসএ