ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চট্টগ্রামের র্যালি করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর ওয়াসার মোড় থেকে শুরু হয় র্যালিটি। এরপর কাজির দেউড়ি, এনায়েত বাজার হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
মিছিলে ফিলিস্তিনের পতাকাসহ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে শ্লোগানে ইসরাইলের বর্বরতার প্রতিবাদ করে বিএনপির নেতাকর্মীরা।
এ সময় তারা গণহত্যা বন্ধের পাশাপাশি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নগরীর ওয়াসার মোড়ে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
রুনা/আল