বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ব্যবসায়ী ইসফাক আহসানের জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
সোমবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচনের পর এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ব্যবসায়ী ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।
সূত্র জানায়, তিনি বিসিবিতে মহিলা উইং–এর দায়িত্ব নিতে পারেন।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
খেলাধুলার সঙ্গে যুক্তি রয়েছে তার। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া রুবাবা দৌলা গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন।