সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ডাকসুর মধ্য দিয়ে ‘ইলেকশনের ট্রেনে‘ উঠে গেল বাংলাদেশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর নিজ ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি উপদেষ্টা লিখেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা।’
তিন লিখেন, ‘ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর–শাপলা–জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।’
উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’
উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। বিশ্ববিদ্যালয় ৮টি নির্ধারিত স্থানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট কার্যক্রম চলছে। ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এ বছর ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএ