বিজ্ঞাপন
বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

ইলিশ রক্ষায় কাজ করবে বিমান বাহিনীর ড্রোন: মৎস্য উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মা ইলিশ রক্ষায় এবার নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, পুলিশ, নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে ইলিশ রক্ষায়।

এছাড়া আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে বলে জানান তিনি।

বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ফরিদা আক্তার বলেন, “গত বছর মা ইলিশ রক্ষায় আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা সম্ভব হয়েছিল। এ বছর আমরা আরও বেশি সতর্ক থাকবো। আশা করছি এ বছর আরও বেশি ইলিশ রক্ষা করা যাবে।” এছাড়া তিনি কারেন্ট জাল ও চায়না জালকে ইলিশ আহরণ কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেন, “সংস্কৃতি ধ্বংস করা যাবে না। কোনও অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে পারবে না। আমরা ঐক্যের কথা বলি, সব সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়েছি।”

মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

সুমন খান/অভি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More