সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির বাবা এরল মাস্ক জানিয়েছেন, ইলন লিভারপুল কিনতে আগ্রহী। কারণ ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী। ২০১০ সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টা শুধুই গুঞ্জন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিল টপার অলরেডরা।