ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের ‘সামরিক সক্ষমতা‘ প্রমাণ এবং ‘যুদ্ধ‘ করতে চায় তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত
সোমবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা‘কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেবার পর এ মন্তব্য করেন ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার আল জাজিরা আরবি‘কে দেয়া একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘চলমান অস্থিরতার মধ্যেও আমেরিকার সাথে যোগাযোগের পথ খোলা রয়েছে, তবে তার দেশ ‘সকল বিকল্পের জন্য প্রস্তুত।’
আরাগচি বলেন, যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে। আমরা এর জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে।
ইরান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। যারা বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনী সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে, ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ রবিবার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মার্কিন বাহিনী ও ইসরায়েল ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে।
উল্লেখ্য, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ধর্মঘট ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন পাইকারি ও খুচারা ব্যবসায়ী। সেই ধর্মঘট থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর–গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিন দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।
এসএ