ইরান সীমান্ত এলাকায় টহলের সময় অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ সীমান্ত এলাকা দক্ষিণ–পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় ঘটনাটি ঘটেছে। পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের সঙ্গে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত এটি।
শনিবার (১ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, কালগাই সেক্টরে এ হামলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান–ইরান সীমান্তে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর নিয়মিত সীমান্ত টহলে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে চারজন সেনাসদস্য শহিদ হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে তারা। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাদের সীমান্তে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। তবে পাকিস্তানের সীমান্ত এলাকায় সামরিক টহলে ইরানের ভেতর থেকে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সন্ত্রাসবাদ দমনে তার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন।
অনু/দীপ্ত সংবাদ