ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে এই হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সকালে ইরানের সিস্তান–বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে প্রথম হিন্দু নারী প্রার্থী সাবিরা
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুই পাকিস্তানি শিশু নিহত ও একজন আহত হয়েছে। ইরানের এ হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানে ‘প্রতিশোধমূলক’ হামলা চালায় ইসলামাবাদ।
মঙ্গলবার ইরানের চালানো হামলার জের ধরে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইরান
এসএ/দীপ্ত নিউজ