ইরানের হামলার জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। সোমবার (১৫ এপ্রিল) দক্ষিণ ইসরাইলের নেভাটিম বিমানঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন।
তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। ইরানের হামলা পর সোমবার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলে হামলার ৭২ ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করার দাবি করেছে ইরান।
অন্যদিকে, ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে।
আল / দীপ্ত সংবাদ