চ্যাম্পিয়ন্স লিগে অল্পের জন্য বেঁচে গেলো বার্সেলোনা। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে তিনবার পিছিয়ে পড়েও শেষমেষ ড্র করে মান বাঁচিয়েছে কাতালানরা। অবশ্য শেষ মুহূর্তে গোলরক্ষক ভয়চেক সেজনিকে ফাউলের কারণে রেফারি গোল বাতিল না করলে শূণ্য হাতেই মাঠে ছাড়তে হতো স্প্যানিশ জায়ান্টদের। আরেক ম্যাচে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪–১ গোল রীতিমত বিধ্বস্ত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
উত্থান–পতনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা খেই হারালো আবারো। গতিময় ফুটবলে ঘরের মাঠে চমক দেখালো ক্লাব ব্রুজ। উজ্জীবিত ফুটবলে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বারবার এগিয়ে গেলো তারা। তবে লামিনে ইয়ামালের নৈপূণ্যে কোনোমতে হার এড়ালো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, ফেরান তোরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় বার্সা। ৭১ মিনিটে মিনিটে আবারো গোল হজমের পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের কল্যাণে সমতায় ফেরে তারা। দুই মিনিট বাদে ফের পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে কাতালানরা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ।
এদিকে, ফিল ফোডেনের চমৎকার দুই গোলের পাশাপাশি, সাবেক ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করলেন আর্লিং হালান্ডও। বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে অবস্থান শক্ত করলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচটি ৪–১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে সফরকারিরা একটি গোল শোধ করার পর শেষ সময়ে ম্যান সিটি‘র ফের ব্যবধান বাড়ান হায়ান শের্কি। আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখলো সিটিজেনরা। বিপরীতে প্রথম হারের তেতো স্বাদ পেলো জার্মান ক্লাব ডর্টমুন্ড।
ইউরোপ সেরার অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩–০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। অ্যাথলেটিক বিলবাওয়ের জোগ গোল ব্যবধানে জিতেছে নিউক্যাসল। বেনফিকা‘কে ১–০ ব্যবধানে হারিয়েছে লেভারকুসেন। কাইরাতের বিপক্ষে ইন্টার মিলানের জয় ২–১ গোলে, মার্শেই, আটালান্টার কাছে হেরেছে ১–০ ব্যবধানে। আর এগিয়ে থেকেও পয়েন্ট খোয়ালো চেলসি। আজারবাইজানের ক্লাব কারাবাগের সঙ্গে ড্র করেছে ২–২ সমতায়। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের দ্বিতীয় ড্র।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ