পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর জেরে তার সমর্থকরা হামলা সেনানিবাসেও করে। চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত পাকিস্তানে আটজন নিহত হয়েছেন।
এদিকে ইমরানকে গ্রেপ্তারের পর সেনা স্থাপনার ওপর হামলার ঘটনায় পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর বুধবার ক্ষোভ জানিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত দুটি প্রদেশে সেনাবাহিনী তলব করা হয়েছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হচ্ছে।
সর্বশেষ দফা বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা লাহোরে এক সেনা অধিনায়কের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীরা সেনা সদর দফতরের প্রবেশ মুখ অবরোধ করেছে।
ইমরান খানকে গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ মে) ইসলামাবাদের বিশেষ আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) ইমরানের আট দিনের রিমান্ড মঞ্জুর করে।
আফ/দীপ্ত সংবাদ