পাকিস্তানে দেশটির অন্যতম প্রধান একটি নিউজ চ্যানেল এআরআই নিউজের লাইসেন্স স্থগিত করা হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়। সোমবার (৬ মার্চ) টিভি চ্যানেল নিয়ন্ত্রক সংস্থা ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডি রেগুলেটরি অথোরিটি’ (পেমরা) টিভি চ্যানেলটির লাইসেন্স স্থগিত করার কথা এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন।
রবিবার (৫ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। বলেন, গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালাননি তিনি। তিনি আরও বলেন, কোনোদিন কারো সামনে মাথা নত করেননি। ভবিষ্যতেও দেশ ছেড়ে পালানোরও ইচ্ছা নেই তার। ইমরান আরও বলেন, ‘সরকার যদি আমার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে, তাতে কোনো সমস্যা নেই। কারণ আমি দেশ ছাড়ব না।’
এরপর টেলিভিশনে ইমরান খানের কোনো ধরনের ভাষণ সম্প্রচার বা পুনঃসম্প্রচার নিষিদ্ধ করে ইলেক্ট্রনিক মিডিয়া কর্তৃপক্ষ পেমরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, ঘৃণা, অপবাদ ও অযৌক্তিক বিবৃতি সম্প্রচার করা পাকিস্তানের সংবিধানের ১৯ অনুচ্ছেদের সম্পূর্ণ লঙ্ঘন।
সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইমরান খানের ভাষণের একটি ভিডিও ক্লিপ সম্প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল এআরআই নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, সর্বশেষ এই ‘নিষেধাজ্ঞার আদেশে’ পাকিস্তানের সকল লাইসেন্সধারী টিভি চ্যানেলকে তাদের নিজ নিজ চ্যানেলে ইমরান খানের বক্তৃতা/প্রেস টক (রেকর্ড করা বা লাইভ) সম্প্রচার/পুনঃসম্প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পিইএমআরএ।
এফএম/দীপ্ত সংবাদ