বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা ঘটেছে। ২০২২ সালে মোট ৩৫টি দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। নির্বাচন, সক্রিয় সহিংসতা, পরীক্ষাসহ নানা কারণে ইন্টারনেট সেবা বন্ধ ছিল সে দেশগুলোতে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৫টি দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বাধিক। খবর– আল–জাজিরা।
অ্যাকসেস নাউ এবং #কিপইটঅন ক্যাম্পেইন এক প্রতিবেদনে ২০২২ সালে বিশ্বজুড়ে ৩৫টি দেশে মোট ১৮৭ বার ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা জানিয়েছে। ২০১৬ সাল থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয়ে আসছে। তারপর থেকে দেশের সংখ্যা বিবেচনায় ২০২২ সালেই সবচেয়ে বেশি দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। এ বছর ভারতে মোট ৮৪ বার ইন্টারনেট সংযোগ বন্ধ করার মতো ঘটনা ঘটেছে।
এক বছরে সর্বোচ্চ সংখ্যকবার ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে ২০১৯ সালে। সেবছর বিশ্বজুড়ে মোট ২১৩ বার ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। তার আগের বছর অর্থাৎ ২০১৮ সাল রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সেবছর বিশ্বজুড়ে মোট ১৯৬ বার ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছিল।
এফএম/দীপ্ত সংবাদ