পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জিততে আর মাত্র এক ধাপ বাকি স্প্যানিশ জায়ান্টদের। দলের প্রধান তারকা, গোলরক্ষক, ডিফেন্ডারের ইনজুরি নিয়েও ক্লাব বিশ্বকাপ ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। সব ক্ষতকে ছড়িয়ে দুর্দান্তভাবে খেলে ৪–১ গোলে বড় জয় পেল কার্লো আনচেলত্তির শীর্ষরা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচে চোটের কারণে যোগ দিতে পারেননি লুকাস ভাজকেজ ও ফারলাঁ মেন্দিও। দলের প্রধান তারকা খেলোয়ার করিম বেনজেমা, গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং ডিফেন্ডার এডার মিলিটাওয়েব এর ইনজুরি নিয়েও ফাইনালে কার্লো অ্যানচেলত্তির দল।
স্প্যানিশ চ্যাম্পিয়ানদের হয়ে প্রথম গোল করেন বারবার ফাউল ও বর্ণবাদী আক্রমণের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিয়াস জুনিয়র। পরের গোলটি করেন উরুগুয়ের ফেদে ভালভার্দে।
১৯ মিনিটে প্রথম সুযোগ পেয়েও ব্যর্থ হয় মিসরীয় ক্লাব। ৬৫তম মিনিটে আলি মালউলের সফল স্পটকিকে ২–০ গোলের ব্যবধান কমান আল আহলি। ৭৯তম মিনিটে তাহের মোহামেদের হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লুনিন। মিস হয়ে যায় আল আহলির আরেকটি গোল। ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক গোলে ৩–১ গোলে রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। শেষ মিনিটে আরেক গোল করে ৪–১ গোলে ফাইনাল নিশ্চিত করেন সের্হিও অরিবাস।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারালেই পঞ্চম শিরোপা ঘরে তুলবে রিয়াল। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সৌদি ক্লাব।
আফ/দীপ্ত