পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে লিটন দাসকে দলে নিয়েছিল করাচি কিংস। তবে অনুশীলনের সময় আঙুলের চোটে পড়ায় আসরের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এ টাইগার ব্যাটার।
শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান লিটন দাস।
ফেসবুক পোস্টে লিটন লিটন দাস লেখেন, “করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই খুব আগ্রহী ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, আঙুলে চিড় ধরেছে এবং পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। ”
লিটন আরও লিখেছেন, দুঃখজনকভাবে, “আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা চাইছি। করাচি কিংসকে সামনে যাত্রার জন্য শুভকামনা। ”
তবে আজ শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে করাচি কিংসের এবারের পিএসএল মিশন।
ইএ/এসএদীপ্ত সংবাদ