শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ইদকে ঘিরে রাজধানীতে সক্রিয় খড় পার্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র রমজান ও ইদুল ফিতরকে ঘিরে রাজধানীতে সক্রিয় হচ্ছে একটি প্রতারক চক্র। এরা নারীদের টার্গেট করে কৌশলে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ফারুক হোসেন জানান, চক্রটি খড় পার্টি নামে পরিচিত। ঢাকার পার্শ্ববর্তী চনপাড়া বস্তিতে এ চক্রটির আস্তানা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনের গলিতে খড় পার্টির খপ্পরে পড়েন মরিয়ম রহমান নামে এক নারী। অসুস্থ স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে তিনি এ চক্রের খপ্পরে পড়ে খোয়ান স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামীর দুটো কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করান। স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে তিনি প্রতারকদের খপ্পরে পড়েন। তাদের সঙ্গে কথা বলার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। নিজেই তাদের হাতে তুলে দেন তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা।

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, এমন একটি চক্র সম্পর্কে বেশ কিছুদিন ধরে থানায় বিভিন্ন অভিযোগ আসছে। চক্রটিতে নারীপুরুষসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বেশ কিছু সদস্য রয়েছে। চক্রটির সদস্যরা চনপাড়া বস্তিতে থাকতে পারে। ‍সিসি টিভি ফুটেজ দেখে ওই দুই প্রতারককে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করতে পারলে চক্রটির কৌশল সম্পর্কে জানা যাবে।

ঈদ উপলক্ষে চক্রটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে জানিয়ে ডিএমপির এ পুলিশ কর্মকর্তা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More