আজ ১২ আগস্ট ২০১৮, রবিবার, ২৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।
দিবস
বিশ্ব যুব দিবস আজ। ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সাল ও পরবর্তীকালের জন্য বিশ্ব যুবকর্ম পরিকল্পনা গ্রহণ করে।
ঘটনাবলী
১৭৬৫ – মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৮৭৭ – টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৯২২ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
১৯৪৪ – জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।
১৯৬০ – প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো–১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ – মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।
১৯৭৬ – লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়৷
জন্মদিন
এর্ভিন শ্রোডিঙার (১৮৮৭ – ১৯৬১)
এর্ভিন শ্রোডিঙার একজন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় পদার্থবিদ। তিনি ১৯৩৩ সালে পল দিরাকের সঙ্গে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসু প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
অহীন্দ্র চৌধুরী (১৮৯৫ – ১৯৭৪)
অহীন্দ্র চৌধুরী একজন বাঙালি অভিনেতা। তিনি বিখ্যাত সব চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। ১৯৫৮ সালে তিনি `সঙ্গীত নাটক আকাদেমি` কর্তৃক পুরস্কৃত হন। ১৯৬৭ সালে `রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়` তাকে ডি–লিট উপাধি প্রদান করেন।
মৃত্যুবার্ষিকী
উইলিয়াম ব্লেইক (১৭৫৭ – ১৮২৭)
উইলিয়াম ব্লেইক ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়।
মতিউর রহমান মল্লিক (১৯৫০ – ২০১০)
মতিউর রহমান মল্লিক একজন কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পর মল্লিক দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি ইসলামী ধারায় অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন। তাকে অনেকেই সবুজ জমিনের কবি ও মানবতার কবি বলে থাকেন।
শায়লা/ দীপ্ত নিউজ