অন্যরকম এক ইতিহাসের অংশ হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম অভিনেত্রী হিসেবে ফুটবল বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ট্রফি উন্মোচন করেছেন তিনি।
রোববার রাতে বিশ্ব সাক্ষী হয়েছে এক অন্যরকম বিশ্বকাপের ফাইনালের। কাতারের লুসাইল স্টেডিয়ামে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলল তারা। আর মেসিদের হাতে ওঠার আগে দর্শকদের সামনে সেই ট্রফি নিয়ে আসেন দীপিকা।
ফাইনাল ম্যাচ শুরুর আগে ফিফার সমাপনি অনুষ্ঠানে স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজের সঙ্গে বাক্সবন্দি ট্রফি নিয়ে হাজির হোন দীপিকা। গ্যালারিভর্তি প্রায় লাখো দর্শকদের সামনে তারা দুজনে উন্মোচন করেন ট্রফিটি। স্যাটেলাইটের মাধ্যমে একই সঙ্গে যা সরাসরি দেখেছেন বিশ্বের কোটি কোটি দর্শক।
মূলত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুইস ভুইটনের শুভেচ্ছাদূত হাওয়ার সুবাদে এই সুযোগ ধরা দিয়েছে দীপিকার হাতে। বিশ্বকাপের ট্রফি যে বক্সের ভেতরে রাখা হয়, সেটি ওই ব্র্যান্ডটির।
এদিকে স্ত্রীর এমন সাফল্যে আপ্লুত অভিনেতা রণবীর কাপুর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার পর দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবি পোস্ট করে এই তারকা লেখেন, ‘আসল ট্রফি তো আমার হাতে, একসঙ্গে এটার সাক্ষী হতে পেরে ভীষণ খুশি এবং কৃতজ্ঞ’।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মতো গৌরবময় অধ্যায়ের অংশ হলেন দীপিকা।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দীপিকার আগামী ছবি ‘পাঠান’। এতে তাকে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে।