১০
ইতালিয়ান সুপার কাপে আটালান্টাকে জোড়া গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলো ইন্টার মিলান।
সৌদি আরবের আল আউয়াল পার্কে আটালান্টা–ইন্টার মিলানের মধ্যকার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। বিরতির পর ম্যাচের, ৪৯ মিনিটে ডেনজেল ডেমফ্রিজের গোলে এগিয়ে যায় ইন্টার। তার ১২ মিনিট পরেই নিজের জোড়া পূরণ করেন ডেনজেল। খেলায় ফিরতি পারেনি আটালান্টা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান লিগের টেবিল টপাররা।
এদিকে, আজ রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান।