বিজ্ঞাপন
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ইঞ্জিনিয়ার নাজমূলের পিতা আবদুর রশিদ মাস্টারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাজমূল হুদা খন্দকারের পিতা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার আবদুর রশিদ মাস্টার আর আমাদের মাঝে বেঁচে নেই।

গত বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মূলকগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি…… রাজিউন।

মরহুম খন্দকার আবদুর রশিদ মাস্টার এ্যসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, নীডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) ইঞ্জিনিয়ার নাজমূল হুদা খন্দকারের পিতা।

পারিবারিক সূত্রে প্রকাশ, জেলার কসবা উপজেলার মূলকগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের খন্দকার আবদুর রশিদ শিক্ষা জীবন শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়ে অত্যন্ত সুনামের সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। একজন আদর্শ শিক্ষক, সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ব্যাক্তি হিসেবে গোটা উপজেলাজুড়েই তিনি ছিলেন সমাদৃত। চাকরি থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিকসাংস্কৃতি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এলাকার শিক্ষা বিস্তারসহ সমাজ হিতৈষী বিভিন্ন কাজে আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখেন। সম্প্রতি কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানান রোগব্যধিতে ভুগছিলেন। এরই ঠলশ্রুতিতে গত বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কসবা উপজেলার চন্দ্রপুরস্থ নিজ বাড়িতে ৮২ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, আত্নীয়স্বজনসহ বহু গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর নিজ গ্রাম চন্দ্রপুর ঈদগাহ্ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

মরহুম খন্দকার আবদুর রশিদ মাস্টারের নামাজে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশনসহ জেলা বিএনপি, কসবা ও আখাউড়া উপজেলা শাখা, পৌর শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে মরহুমের সুযোগ্য পুত্র এ্যসোসিয়েশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ’র সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, নীডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) ইঞ্জিনিয়ার নাজমূল হুদা খন্দকার তিনার প্রয়াত পিতার আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রশিদ খন্দকারের আকস্মিক মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া(কসবাআখাউড়া) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র মুহাম্মদ ইলিয়াস, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিকসাংস্কৃতিক সংগঠন মরহুম খন্দকার আবদুর রশিদ মাস্টারের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More