ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়কের উপর বসেছে পশুর হাট। সড়কের ঢাকা মুখী লেনে গরু, ছাগল বেঁধে চলছে বিক্রি।
পশুর হাট ইজারার শর্তাবলীতে সুস্পষ্ট উল্লেখ আছে মহাসড়কের পাশে কিংবা মহা সড়কে পশুর হাট বসানো যাবে না। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে বসানো হয়েছে হাট। এতে ভোগান্তি পড়ছেন মহাসড়কের যাত্রীবাহী পরিবহন ও মালবাহী পরিবহন। সড়কে তৈরী হচ্ছে যানজট।
হাটে আগত ক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, আমাদের বিবেকের দুর্ভিক্ষ চলছে। না হলে মানুষ কেন জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাঁট বসাবে।
ক্রেতা আবদুল গনি বলেন, ঈদের মৌসুম, শহর–বন্দর থেকে মানুষ বাড়ি ফিরছে। এমন সময়ে মহাসড়কের উপর পশুর হাট। যানজট ও জন ভোগান্তি দেখার কেউ নেই।
শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম মহাসড়কে হাট বসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহাসড়কে নয়, মহাসড়কের পাশেও হাট বসানো হয়নি। মহাসড়ক পশুর হাট মুক্ত।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, মহাসড়কে হাট বসানোর কথা শুনছি। খবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ