গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মাঠ প্রস্তুত। পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে মাওলানা সাদ কান্দলভী সমর্থকদের কাছে মাঠ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকেই মাঠে আসতে শুরু করবে মুসল্লিরা।
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মাঠ প্রস্তুত। পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে মাওলানা সাদ কান্দলভী সমর্থকদের কাছে মাঠ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকেই মাঠে আসতে শুরু করবে মুসল্লিরা।
জানা গেছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে তুরাগ তীরে তাবলীগ মুরুব্বী মাওলানা জুবায়ের সমর্থিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ভারতের তাবলীগ মুরুব্বী মাওলানা সাদ কান্দলভী অনুসারীগণ এ পর্বে অংশ নিবেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ইজতেমা ময়দান পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল।
আরও পড়ুন: আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
দুপুরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়েছে। বিশ্ব ইজতেমা ময়দানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই পক্ষের তাবলীগ মুরুব্বিদের প্রতিনিধিসহ, জেলা প্রশাসন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তাবলীগ জামায়াতের মুরুব্বীদের সঙ্গে বৈঠক করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম। বৈঠক শেষে তিনি জানান, প্রথম পর্বের ভুল ত্রুটি সংশোধন করে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য সব কিছুই প্রস্তুত রাখা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের জন্য বিদ্যুৎ পানি, স্বাস্থ্য সেবা ও নিরাপত্তাসহ যাবতীয় সুযোগ–সুবিধা আগের মতই রয়েছে।
এদিকে দ্বিতীয় পর্বে মাওলানা স্বাদ কান্দলভী ইজতেমায় আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমতি পেলে বিশ্ব ইজতেমায় উপস্থিত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানায় আয়োজক কমিটি।
এজে / আল / দীপ্ত সংবাদ