সম্প্রতি দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের জেলা ফেনীতে সংঘটিত ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বন্যা পরবর্তী সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র নিয়ে আলোকচিত্রী কামরান হোসেন নাঈমের একটি একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলায় চিত্রশালা হলে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইচ্ছে ফাউন্ডেশন। এতে সহযোগিতা করেছে এসিআই মোটরস, হ্যাপি ভেনচার এবং ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে এই একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের ডেপুটি ডিরেক্টর এম. রবিউল ইসলাম, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ পলাশ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ডায়ালগ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জয়েন্ট ডিরেক্টর অভ্র ভট্টাচার্য, এসিআই মোটরস এর জেনারেল ম্যানেজার ইয়াসির ইবনে আশাব।
ইচ্ছে ফাউন্ডেশন ইউথলিড অর্গানাইজেশন, যা ২০১৭ সাল থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি হওয়া ফেনীর বন্যায় ইচ্ছে ফাউন্ডেশন রেস্কিউ টিমের জন্যে লজেস্টি ও বোট সাপোর্ট দিয়েছে। সাথে বন্যার্তদের জন্য জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ করেছে। বন্যা পরবর্তী সময়ে সংগঠনটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে এবং টিউবওয়েল ডিসিনফেকশন কার্যক্রম পরিচালনা করে।
বন্যার্ত মানুষের জন্য ইচ্ছে ফাউন্ডেশনের কার্যক্রম প্রথমদিন থেকে কার্যক্রম শুরু করে। আলোকচিত্রী কামরান হোসেন নাঈম বন্যায় ফেনীতে সেচ্ছাসেবী সমন্বয় হিসাবে ইচ্ছের সাথে কার্যক্রম পরিচালনা করেন। উনি বন্যার্ত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করতে গিয়ে মানুষের কষ্ট অনুভব করেন। তার ধারাবাহিকতায় তিনি মানুষের গল্প বলতে চান। এই গল্পের হাটে গিয়ে তিনি অনুভব করেন মানুষের এখন নিরাপদ সেনেটেশন ও বসবাস উপযোগী ঘর দরকার। তাদের জন্যে তিনি কিছু করতে চান।
ইচ্ছে ফাউন্ডেশন মানুষের জন্যে কাজ করতে চায়। তাই তারা মনে করে এই আলোকচিত্র প্রদর্শনী হলে বন্যার্ত মানুষের প্রয়োজনীয়তা অন্যরা বুঝতে পারবে।
আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ৩–৫ অক্টোবর প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত।
আল/ দীপ্ত সংবাদ