ক্রোয়েশিয়া আর আলবেনিয়াকে শাস্তির ব্যাবস্থা না করলে ইউরো ছাড়ার হুমকি দিয়েছে সার্বিয়া ফুটবল ফেডারেশন। ইউরো চলাকালীন ক্রোয়েশিয়া এবং আলবেনিয়ান সমর্থকরা “Kill, Kill, Kill the Serb” স্লোগান দিয়েছে।
তাছাড়া কসোভান সাংবাদিক সার্বিয়ান সমর্থকদের সামনে দিয়ে আলবেনিয়ার ‘দুই ঈগল‘ – অখন্ড আলবেনিয়ার প্রতিক পদর্শন করে – যেটা নিয়েও সার্বিয়া অসন্তোষ প্রকাশ করেছে।
বলকানদের জাতিগত দ্বৈরথ প্রায় প্রতিটা আসরেই দেখা যায়। ৯০ দশের রক্তক্ষয়ী বলকান যুদ্ধে যুগোস্লাভিয়া ভেঙ্গে ৫ টা দেশ হয় – ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো। ২০০৮ সালে আবার সার্বিয়ার একটা অংশ নিয়ে কসোভো জন্ম। সার্বিয়া হচ্ছে এই অখণ্ড যুগোস্লাভিয়ার মূল। যুগোস্লাভিয়া ভেঙ্গে আলাদা হওয়া ৫ টা দেশকেই সার্বিয়ার রোষানলে পড়তে হয়েছে, মুখোমুখি হতে হয়েছে রক্তক্ষয়ী গণহত্যার।
আলবেনিয়ার ভূখন্ড নিয়ে সার্বিয়ার দ্বৈরথটাও অনেক পুরোনো। কাদের যুদ্ধটা ছিলো ‘কসোভো‘ নামক রাষ্ট্র নিয়ে – আলবেনিয়া আর সার্বিয়ার মাঝখানে অবস্থিত একটা ভূখণ্ড কসোভো, কাশ্মিরের মতো। দুইটা দেশই কসোভো নিয়ে ফ্যান্টাসিতে ভুগতো। ২০০৮ সালে কসোভো আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কসোভো এবং আলবেনিয়ানরাও এনিয়ে সার্বিয়ানদের গণহত্যার কবলে পড়ে।
ইমরান/ দীপ্ত সংবাদ