ইউরোপা লিগে রেঞ্জার্সকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রেড ডেভিলরা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেঞ্জার্সের বিপক্ষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
যদিও প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে ব্যবধান ১–০ হয় আমোরিমের শিষ্যদের। ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফেরে অতিথিরা। নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচের হাল হাল ধরেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তার গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ জয়ে এখনো ইউরোপা লিগে অপরাজিতই রইলো ইউনাইটেড।
৭ ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট তাদের। এদিকে জার্মান ক্লাব হোফেনহাইমকে ৩–২ গোলে হারিয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহ্যাম।