পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাতপাখা প্রতীকের সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের ০৮ কর্মী আহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টায় ওই ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মীরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় হাতাপাখা প্রতীকেরও বেশ কয়েকজন কর্মী আহত রয়েছে বলে দাবী করছেন হাতপাখা মার্কার প্রার্থীরা।
এদিকে এ ঘটনার পরপরই হাতপাখা প্রতীকের দুই সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে আওয়ামী সমর্থিত কাজী হেমায়েদ উদ্দিন হিরনের কর্মীরা ওই এলাকায় প্রচারণায় নামেন। এসময় মীরাবাড়ি এলাকায় পৌঁছালে হাতপাখা প্রতীকের মেজবাহ উদ্দিন দুলাল খানের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ০৮ কর্মী আহত হয়। আহতদের মধ্যে শাহজাহান (৩৫), জিদান (২২), রিয়াজ (৩৫), রুবেল (৪০) ও বশির (৩৫) নামের ৫ জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর আহত শাহজালালকে বরিশাল শের–ই–বাংলা হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েদ উদ্দিন হিরন জানান, কোন কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের উপর হামলা চালায় হাতপাখার সমর্থকরা। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে এঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ কলাপাড়ার মিঠাগঞ্জ, ডাবুলগঞ্জ, বালিয়াতলী, ধালখারী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমি/দীপ্ত