নওগাঁর রাণীনগর উপজেলায় কালীগ্রামে ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব চাঁনকে এক প্রবাসীর স্ত্রী জুতাপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় চেয়ারম্যান আবদুল ওহাব চাঁন রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি চেয়ারম্যান ওহাব চাঁন বলেন, ‘রোববার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরছিলাম। এ সময় করজগ্রাম বাজারে পৌঁছালে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে সই চান। এ সময় মোটরসাইকেল থেকে নেমে কাগজে সই করার সময় পেছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছে।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন, ‘দীর্ঘ দিন আগে থেকে চেয়ারম্যান আবদুল ওহাদ নানাভাবে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে আসছে। এতে সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেনি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছুদিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এর পরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ঠ হয়ে তাকে জুতাপেটা করেছি।’
জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আবদুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
এমি/দীপ্ত