বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক প্লাটফর্ম এপ্লাইবোর্ড কানাডার সাস্কাচেওয়ান এ অবস্থিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ রেজিনা নিয়ে সম্প্রতি ঢাকায় একটি হোটেলে সেমিনারের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অফ রেজিনার প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর ডঃ জেফ কেশেন, এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হারুন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটার স্টিভেন সাং, সাউথ এশিয়া রিজিওনাল রিপ্রেসেন্টেটিভ সানডিপ চোপড়া।
এসময় অতিথিরা বলেন, উনিভার্সিটির ভর্তির যোগ্যতা, স্কলারশিপ ও পড়াশোনা শেষে চাকুরীর সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লোকেশন সাস্কাচেওয়ান এর প্রভিন্সিয়াল নমিনী প্রোগ্রাম এর সহায়তায় স্টুডেন্টরা দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পায়ে থাকে। সেমিনার উপলক্ষ্যে ২০২৪ সালে ৫০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী সর্বোচ্চ ৬৪ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা অর্জন করতে পারবে যা প্রায় সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সমতুল্য। এছাড়াও সকল যোগ্য শিক্ষার্থী দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিশ্চিত স্কলারশিপ সুবিধা পাবে বলেও জানান তারা।
এতে এপ্লাইবোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের সিনিয়র কান্ট্রি ম্যানাজার মোঃ ইফতেখার উদ্দিন, কানাডা ডেস্টিনেশন ম্যানাজার গাজালা এবং অন্যান্য টিম মেম্বাররাও উপস্থিত ছিলেন।
স্কলার্স জোন এর কর্ণধার ইমন খন্দকার, ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস থেকে মোঃ আশিকুর রহমান, এডুএপ্ল্যাই থেকে জায়ান আহমেদ, সাজ ইন্টারন্যাশনাল থেকে আব্দুস সালাম এবং ইমপ্যাক্ট গ্লোবাল কনসালটেন্ট থেকে আহসান হাবিব তালহা সেমিনারে এপ্লাইবোর্ড এর ইউনিভার্সিটি অফ রেজিনার সেরা রিক্রুটমেন্ট পার্টনেরদের এপ্রিসিয়েশন সনদ গ্রহণ করেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ