গণমাধ্যমের নাম ব্যবহার করা অসংখ্য ইউটিউব চ্যানেলের লাইট ক্যামেরায় বিরক্ত হয়ে সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার সঙ্গে থাকা ১০ মাস বয়সী ছেলে রাজ্য ক্যামেরায় আলোয় বেশ ভয় পেয়েছে বলে জানিয়েছেন এই তারকা।
বুধবার (৩১ মে) রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা‘ সিনেমা দেখতে কাছের বন্ধু, সহকর্মী ও প্রথমসারীর গণমাধ্যমকে সেখানে আমন্ত্রণ জানান পরীমণি। উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও ঠিক করে রেখেছিলেন তিনি। কিন্তু ইউটিউব চ্যানেলের ক্যামেরার ভিড়ে তা পণ্ড হয়ে যায়।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পরীমণি লিখেন, ‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে। কিন্তু আজকে এমন বিশৃঙ্খলা অবস্থা তৈরী করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেলো।‘
পরী বলেন, ‘হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’
বেশ কয়েক বছর ধরে সিনেমা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে ইউটিউব চ্যানেলের ক্যামেরার উৎপাত লক্ষ্য করা গেছে। দিন দিন এটা যেন বেড়েই চলছে। মূলধারার গণমাধ্যমকর্মীরা, ইউটিউব চ্যানেলের ক্যামেরার জন্য পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
আফ/দীপ্ত নিউজ