ইউক্রেন থেকে রাশিয়ার নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বানে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে জি–২০। চীন ও রাশিয়া এ বিষয়ে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের বেঙ্গালুরুতে সমাপনী বিবৃতিতে সই করেনি এই দুই দেশ।
বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুই দিনের এই সম্মেলন শেষ হয়েছে। ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তা অজয় শেঠ বলেছেন, রাশিয়া এবং চীনের প্রতিনিধিরা ইউক্রেন ইস্যুতে একমত হননি কেননা তারা মনে করেন, সম্মেলনের মূল ইস্যু হলো অর্থনৈতিক ও আর্থিক সংকটগুলো নিয়ে আলোচনা করা। বাকি ১৮টি দেশই মনে করছে, যুদ্ধ বৈশিক অর্থনীতির ওপর প্রভাব ফেলছে এবং বিষয়টি যোগ করা প্রয়োজন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি কোনও কথা বলেননি। বরং গত কয়েক বছরের অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ, মানবিক সহায়তার মতো বিষয়গুলোতে আলোকপাত করে সম্মেলনের অধিবেশন শুরু করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, একেক দেশ ভিন্ন মত পোষণ করায় ইউক্রেন নিয়ে জোটের দেশগুলোর মধ্যে যে অমিল ছিল, তা দূর করা যায়নি। তবে স্বল্পোন্নত দেশগুলোর উদ্বেগের সঙ্গে জড়িত বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে। যেমন– বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য ও সন্ত্রাসবাদ দূরীকরণ।
অনু/দীপ্ত