চারটি অঞ্চলে রাশিয়া মার্শাল ল জারি করার পরেই ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।গণভোটের আয়োজন করে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নিয়েছিলেন আগেই।
এবার ওই চারটি অঞ্চল ডনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসনে মার্শাল ল জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আর এই ঘোষণার মাধ্যমে কার্যত ওই চার অঞ্চলে সামরিক শাসন জারি করা হল বলে মনে করা হচ্ছে। এর ফলে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা রুশ সেনার নিয়ন্ত্রণে চলে গেল। ওই অঞ্চলের অধিবাসীদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার এবং বাক্স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রবল।
বিদেশ মন্ত্রকের জারি করা সতর্কবার্তাতেও ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।প্রসঙ্গত,ইউক্রেনের ভূখণ্ড দখলের এই রুশ তৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি প্রস্তাব আনলেও ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি।