গত বছর যুদ্ধ শুরুর পর ইউক্রেনের লিশিচান্সক শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ বাহিনী। যুদ্ধে বিধ্বস্ত হয় বহু ভবন। বাদ যায়নি শহরের একটি মিউজিক স্কুলও। যুদ্ধ শুরুর পর বিমান হামলায় স্কুলটির বেশির ভাগ রুম ধ্বংস হয়ে যায়।
তবে যুদ্ধের ভয়াবহতা ভুলিয়ে শিশুদের স্বাভাবিক রাখার চেষ্টা করছেন ওই স্কুলের শিক্ষকরা। বিধ্বস্ত ভবনেই শিশুদের মিউজিক শেখাচ্ছেন তারা।
গত বছরের সেপ্টেম্বর থেকে স্কুলটিতে শিশুদের পিয়ানো ও ভায়োলিন শেখানো পুনরায় শুরু হয়। শিক্ষকরা নিজেদের উদ্যোগে দুটি কক্ষ মেরামত করেন শিশুদের জন্য।
ঝুঁকি আছে জানা সত্ত্বেও বেশ কয়েকজন যুদ্ধবিধ্বস্ত শিক্ষার্থী লিশিচান্সক শহরের এই মিউজিক স্কুলে যাচ্ছে।
অভিভাবকরা জানিয়েছেন, শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে মিউজিক স্কুলটি অনেক সাহায্য করছে।