রাশিয়া–ইউক্রেন যুদ্ধে গত পাঁচ মাসে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন এবং এসময় আরও প্রায় ৮০ হাজার সেনা আহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ কথা বলেছেন।
জন কিরবি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে অর্ধেকেই ওয়াগনার নামে একটি ভাড়াটে প্রতিষ্ঠানের যারা পূর্বাঞ্চলীয় বাখমুট শহরে আক্রমণ চালিয়ে আসছে।
শ্বাসরুদ্ধকর যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রাশিয়া গত বছর থেকে এই ছোট শহরটি বার বার দখলের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।
রাশিয়ার সেনাবাহিনী গত বছর থেকে ইউক্রেনের এই ছোট শহরটি দখলের জন্য আগ্রাসী ভূমিকায় চেষ্টা করে যাচ্ছে। যদিও বাখমুতের বেশির ভাগ অংশ তাদের দখলে রয়েছে। তবে ইউক্রেনের সেনারা এই শহরের পশ্চিমাংশের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। নিজ নিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উভয় পক্ষে এই শহরে ভয়ংকর যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
মস্কো বর্তমানে বাখমুটের বেশিরভাগ অংশ দখল করে আছে। কিন্তু ইউক্রেনীয় সেনারা এখনো শহটির পশ্চিমাঞ্চলে ছোট একটি অংশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের জন্যই এই রক্তক্ষয়ী যুদ্ধ একটি প্রতীকীভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে, তারা এই যুদ্ধকে ব্যবহার করে যত বেশি সম্ভব রুশ সেনা হত্যা এবং তাদের মজুদ কমিয়ে আনার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। তারপর থেকে দেশটিতে রুশ বাহিনী ও ইউক্রেন বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে।
অনু/দীপ্ত সংবাদ