ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উদ্যোক্তা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (ইসিডিসি) ‘আইডিয়া সিজন ৩.০’ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ক্রাউন সিমেন্ট পিএলসির সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল রাউন্ডে শীর্ষ পাঁচটি দল তাদের ব্যতিক্রমী স্টার্টআপ ব্যবসায়িক ধারণাগুলি তুলে ধরে।
প্রতিযোগিতার বিচারকরা হলেন– ফারহানাস‘ ব্রেনস্টেশনের প্রতিষ্ঠাতা খান ফারহানা, চেকমেট ইভেন্টসের সিইও ও চিফ ফটোগ্রাফার মুহাম্মদ আমিনুর রহমান, ডিজিফিক্স ও ক্লিকফিক্স প্রতিষ্ঠাতা ইমতিনান আক্তার খান, স্টারকম বাংলাদেশের পরিচালক আরিফুর রহমান ও শেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চিফ অফ স্টাফ ড. নাহিম মাহতাব।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও উদ্যোক্তা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (ইসিডিসি) আহ্বায়ক মোহাম্মদ রাকিভ, ক্রাউন সিমেন্ট পিএলসির পাবলিক রিলেশন অফিসার (পিআর) মো. শরিফুল ইসলাম।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ‘ইকো ওয়ারিয়র্স‘। প্রথম রানার আপ ‘লাইভ টু লাইফ‘, প্রতিযোগিতার দ্বিতীয় রানার ‘পেট ওয়ান স্টপ’। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এজে//দীপ্ত সংবাদ