বিশ্বকাপের প্রথম দুই কোয়ার্টার ফাইনালের মতো, আজ ইংল্যান্ড-ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচটিও টাইব্রেকে গড়াতে পারে, এমনটি মনে করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইউরোপের এই দুই দলের লড়াইকে ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন ঢাকার বিভিন্ন ফুটবল ক্লাব ও সংস্থায় কাজ করা দেশগুলোর নাগরিকরা।
জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে ইংরেজ ও ফরাসিদের রেষারেষি কয়েক শতকের। কাতার বিশ্বকাপের চতুর্থ সেমিতেও যেন ফিরে এসেছে পুরনো লড়াই। ইংল্যান্ড আজ নিজেদের সেরাটা প্রদর্শন করবে, এমনটাই প্রত্যাশা ইংলিশদের।
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর, পল স্মলি বলেন “ইটস কামিং হোম-যদি সত্যি হয়, তাহলে দারুন খুশি হব। ইংল্যান্ড দারুণ ভারসাম্য দল। তাই ফ্রান্সের বিপকষে দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় আছি।”
ফ্রান্স বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ডেম্বেলে-পল পগবা-কারিম বেনজেমাকে ছাড়াই, দাপটের সঙ্গে এই পর্যন্ত এসেছে তারা। দেশটির অগ্রযাত্রা থামানো সহজ নয় বলে মনে করেন বোদ্ধারা।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন “ইংল্যান্ডের অ্যাটাকিং ফুটবলের বিপরীতে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের সেরা পরীক্ষা বলবো আমি। যদি পেনাল্টি কিংবা টাইব্রেক হয়, তা হলে জমজমাট ম্যাচ হবে।”
দুই দলের ৩১ বারের দেখায়, ইংল্যান্ডের ১৭ জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ৯ বার। ড্র হয়েছে পাঁচ ম্যাচ।