মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে ছিল ক্রিকেট ভক্তরা। তবে এর আগে সেমিফাইনালের বাধা টপকাতে হবে দুই দলকে।
যার মধ্যে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলেও, পারেননি ভারত । দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ক্রিকেট ভক্তরা দেখতে চলেছে ইংল্যান্ড-পাকিস্তান লড়াই ।
পাকিস্তানের বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের তিক্ততা। অনেকেই তাদের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না, শেষ ভালো যার সব ভালো তার। পাকিস্তান হেঁটেছে সেই রীতিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারালে শেষ মুহূর্তে সুযোগ পেয়ে বাংলাদেশকে হারিয়ে প্রথম সেমিফাইনালে জায়গা করে নেন তাঁরা। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে উঠল বাবর আজমের দল।
ইংল্যান্ডের ফাইনাল যাত্রাটাও অতোটা সুখকর নয়। গ্রুপ পর্বে এক ম্যাচে হার এবং বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে আরেক ম্যাচে। বাঁচা মরার লড়াইয়ে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখেন জস বাটলারের দল। কিন্তু অতীতের সকল ইতিহাস পাল্টে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ জিতে ফাইনালে উঠল ইংল্যান্ড।
আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখুমুখি হবে দু’দল।
আল\দীপ্ত